Saturday, September 23, 2017
Banner Top
Banner Content

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব ও সংঠনের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী কমিউনিটি সংগঠক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও সংঠনের ট্রেজারার ফিরুজ খাঁন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে
ব্রিটিশ কারী এওয়ার্ডের প্রবর্তক ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র (বিবিসিসিআই)এর প্রেসিডেন্ট এনাম আলী এমবিই‘র পিতা সিলেট জিন্দাবাজারের বাসিন্দা সমাজসেবী প্রবীণ মূরব্বী আলহাজ্ব মনোহর আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
শোকবার্তায় জি এস সি নেতৃবৃন্দ মরহুমকে একজন সৎ় নিষ্ঠাবান ও দানশীল ব্যাক্তি হিসাবে উল্লেখ করেন।

0 Comments

Leave a Comment

সব খবর (সব প্রকাশিত)